মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি টিএ্যান্ডটি সড়কে পারিবারিক ঘটনার সূত্র ধরে বড় ভাই মেহেদী তালুকাদরের হাতে ছোট ভাই ছাত্রলীগ কর্মী মেশকাত হোসেন শুনু (২৫) কে জি আই পাইপের পিটুনিতে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার টিএন্ডটি সড়কের অবস্থিত তাদের নিজ বসত বাড়ীতে এক মর্মান্তিক ঘটনা ঘটে।
https://youtu.be/UuRXtv1fMZs
পুলিশ জানায়, শনিবার (৪ জুন) রাতের কোন একসময় মেঝ ভাই মেহেদেী তালুকদার তার রুমের একটি কক্ষে ছোট ভাই মেশকাতকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এক পর্যায় মেহেদি ক্ষিপ্ত হয়ে জি আই পাইপ দিয়ে মেশকাতকে আগাত করলে ঘটনা স্থলে লুটিয়ে পরে।
এরপর তিনি নিজেই তার বড় ভাই রুহুল তালুকদার কে বিষয়টি জানান। এরপর আহত অবস্থায় মেশকাত তালুকদারকে বরিশাল শেবাচিমে নিয়ে গেলে রবিবার (৫জুন) আনুমানিক ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।
পুলিশ আরও জানায়- ছোট ভাই মেশকাত তালুকদারকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে মেহেদী হাসান। পরে সে সেচ্ছায় রবিবার (৫জুন) সকাল ৬টার দিকে নলছিটি থানায় আত্মসমর্পণ করে। এবং সে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে পারিবারিক বিরোধীয় জেরে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে।
তাদের উভয়ের পিতার নাম মৃত- আমির আলী তালুকদার তিনি একজন ব্যাংক কর্মকর্তা ছিলেন। তাদের গ্রামের বাড়ী সূর্য্যাপাশায় হলেও তারা স্বপরিবার উপজেলার টিএন্ডটি সড়কে অবস্থিত নিজেদের বাড়ীতে বসবাস করতেন।
ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ঝালকাঠি প্রশান্ত কুমার দে ও নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু: আতাউর রহমান।
এ বিষয়ে নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, খুনের পরে বড় ভাই মেহেদী হাসান থানায় এসে সেচ্ছায় ধরা দিয়েছে। পরে পুলিশ গিয়ে মেশকাত তালুকদারের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান ভাইকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছে। এই ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।