মোঃ শাহাদত হোসেন, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় হাটিকুমরুল ইউনিয়ন শ্রমিক লীগের ২বারের মত মোঃ আজিজুল বারি (সুমন) সভাপতি ও মোঃ বেলাল হোসেন (বিশ্বাস) কে সাধারন সম্পাদক করে আগামী ৩ বছর মেয়াদে কমিটি ঘোষণা করা হয়। আজ বিকেলে সলঙ্গা থানা জাতীয় শ্রমিক লীগ কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাসুদ রানা শান্তর সভাপতিত্বে সাধারন সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় নব-নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক ঘোষণা করা হয়। নব-নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক কে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংঘঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।