মোঃ হাফিজুর রহমান,
টুংগীপাড়া উপজেলা প্রতিনিধি:
আজ রবিবার সকাল ৯:৪০ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এন আই এল জী) আগারগাঁও, ঢাকা এর উপ-পরিচালক সাইয়েমা হাসান এর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় ৬৯ তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে ৪০ জন ইউনিয়ন পরিষদ সচিব অংশগ্রহণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট বঙ্গবন্ধু সহ নিহত পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করেন। এ সময় উপস্থিত ছিলেন টুংগীপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা ও সদ্য পদোন্নতি প্রাপ্ত এডিসি জনাব হেদায়েতুল ইসলাম, কোর্স কো-অর্ডিনেটর জনাব মোঃ আবু এখতিয়ার হাশেমীসহ আরো অন্যান্য।
পরে বঙ্গবন্ধু বাসভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।