মোঃরনি মল্লিক বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার তালতলীতে ইউপি নির্বাচনকে ঘিরে আনারস ও নৌকার সমর্থকদের মাঝে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাধারণ মানুষ সহ প্রায় ২৫-৩০ জন মানুষ আহতের সংবাদ পাওয়া গেছে।
গতকাল শনিবার বিকেল ৫ টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ফকির হাট বাজারে এঘটনা ঘটে। এসময়ে মটরসাইকেল ও বিদ্রহী প্রার্থী ফরাজি মো. ইউনুসের (আনারস মার্কা) অফিস ভাংচুর করা হয়।
সরেজমিন গিয়ে জানা গেছে, গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ( নৌকা) সুলতান ফরাজী ও স্বতন্ত্র প্রার্থী ( আনারস) ফরাজী মোহাম্মদ ইউনুসের সমর্থকদের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় দুই গ্রুপের অন্তত ৩০ জন আহত হয়েছে। এসময়ে ঘটনাস্থল থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছ।
এ বিষয়ে ফরাজী মুহাম্মদ ইউনূস বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। আমার সমর্থকদের উপরে অতর্কিত হামলা চালানো হয়েছে সুলতান ফরাজীর লোকেরা পূর্বপরিকল্পিতভাবে মারধর করে আমাদের অফিস ভাঙচুর করে। এতে আমার অন্তত ২০জন লোক আহত হয়। বর্তমানে দুইজন নিখোঁজ রয়েছে।
অভিযোগের বিষয়ে অস্বীকার করে সুলতান ফরাজী বলেন, আমার কর্মীদের উপরে পূর্বপরিকল্পিতভাবে ইউনুস ফরাজীর লোকেরা হামলা চালায়। আওয়ামী লীগ অফিস ভাঙচুর করে লুটপাট করে নিয়ে যায়।
তালতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।