প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৪, ১০:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৪, ২০২২, ১০:৩৩ পি.এম
সিরাজগঞ্জে শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’র প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুন) সকাল ১০ ঘটিকায় পৌর শহরের এস এস রোডস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে শুরু হয়।
এ আগে বিভিন্ন উপজেলা থেকে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ ও আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গসংগঠন এর নেতাকর্মীরা জড়ো হন।
জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মুজিব সড়ক, এস. এস. রোড, বাজার স্টেশন, চৌরাস্তা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।
এ সময় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ,৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক ফজলু,৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম মুন্সী প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।