প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৪, ১২:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৪, ২০২২, ৯:৩৯ পি.এম
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কচুয়া বিক্ষোভ
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৫ টায় কর্মসূচির অংশ হিসাবে কচুয়া উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান- প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এদিন কচুয়া উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভায় বক্তব্য দেন কচুয়া উপজেলা আওয়ামীলীগ ও এর সকল সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মাঠে থাকার ঘোষণা দেন।একি সাথে জামায়েত, বিএনপিকে প্রতিহত করার কঠোর হুশিয়ারী উচ্চারণ করেন।
এদিন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় আওয়ামীলীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ সহ যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, জাতীয় শ্রমিকলীগ, কৃষকলীগ, মৎস্যজীবীলীগ, ছাত্রলীগ, তাতীলীগ, মহিলা আওয়ামীলীগ, যুব মহিলা আওয়ামীলীগ সহ বিভিন্ন সহযোগি ও অঙ্গ সংগঠনের নেতা, কর্মী ও সমর্থকরা অংশ নেয়।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।