মোঃ সনজব আলী হবিগঞ্জ জেলা স্টাফ রিপোর্টার।
বানিয়াচং থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জামসহ ১০ জুয়ারী এবং গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীসহ মোট গ্রেফতার-১৪জন।
০৩/০৬/২০২২ তারিখ দিবাগত রাতে মোহাম্মদ এমরান হোসেন, অফিসার ইনচার্জ, এর দিক নির্দেশনায় অত্র থানায় কর্মরত এস,আই ওমর ফারুক, এস,আই সন্তোষ চৌধুরী সংগীয় ফোর্সের সহায়তায় অত্র থানাধীন কামালখানি সাকিনে অভিযান পরিচালনা করিয়া আসামী ১। ফুল মিয়া (৩৫) পিতা- ময়না মিয়া, সাং- নন্দীপাড়া, ১নং ইউ/পি ২। রিপন হোসেন (৩৩) পিতা- আলতাব হোসেন, ৩। মনিরুজ্জামান @ মনু মিয়া (৩৪) পিতা- নান্নু মিয়া, উভয়সাং- আমিরখানী, ২নং ইউ/পি ৪। মোঃ রাসেল মিয়া (৩০) পিতা- আখনু মিয়া, সাং- পাঠানটুলা, ২নং ইউ/পি ৫। মহিবুর রহমান (৪০) পিতা- আইয়ুব উল্লা, সাং- কামালখানী, ১নং ইউ/পি ৬। সাজ্জাদ মিয়া (২৪) পিতা- মধু মিয়া, সাং- আমিরখানী, ২নং ইউ/পি ৭। মোঃ ভুট্টু মিয়া (২৫) পিতা- কালাই উল্লা, সাং- কামালখানী, ১নং ইউ/পি ৮। মোহাম্মদ মিয়া (৩০) পিতা- ইমান মিয়া, সাং- আমি রখানী, ২নং ইউ/পি ৯। মাহফুজ লস্কর (২৭) পিতা- শামছু লস্কর, সাং- আদমখানী, ২নং ইউ/পি ১০। মোঃ সেবুল মিয়া (৪০) পিতা- ইয়াকুত মিয়া, সাং- আমিরখানী, ২নং ইউ/পি, সর্বথানা- বানিয়াচং, জেলা- হবিগঞ্জদের জুয়া খেলার নগদ অর্থ ও তাসসহ গ্রেফতার করেন। আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করিয়া বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এছাড়াও গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী ১১। মোঃ লোকমান হোসেন, পিতা-বুলবুল মিয়া, সাং-তাজপুর(পূর্বহাটি), ১২। মোঃ রাব্বি মিয়া, পিতা-মৃত মনির মিয়া, সাং-নোয়াগাঁও এবং নিয়মিত মামলার আসামী ১৩। মোহাম্মদ মিয়া প্রকাশ মোহাম্মদ আলী(৩০), পিতা-মৃত ঈমান মিয়া, সাং-আমিরখানী, ১৪। আছকির মিয়া(২৩), পিতা-আমির হোসেন, সাং-জামালপুর, সর্বথানা- বানিয়াচং, জেলা- হবিগঞ্জদের গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।