তাড়াশ, (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ তাড়াশে মাদক সেবনের অপরাধে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীর মাসুদ ও তার দুই সহযোগীকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার ভোর রাতে মাদক বিক্রির সময় হাসপাতাল এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানা পুলিশ।
আটককৃত তানভীর মাসুদ উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ও উপজেলা সাধারণ সম্পাদক পদ প্রার্থী। অপর দুই জন হলো মাধাইনগর ইউনিয়নের ধানকুন্ডি গ্রামের মনিরুজ্জামানের ছেলে শাহাবুদ্দিন (২৯) ও মৃত হযরত আলীর ছেলে আবুল বাশার।
এলাকা বাসী সুত্রে জানা যায়, ছাত্রদল নেতা মাসুদসহ ওই তিনজন মাদক সেবন করে নিয়মিত হাসপাতাল গেট এলাকায় বেসামাল অবস্থায় হৈ-হুল্লা করে এতে এলাকার জনসাধারণের মাঝে বিরক্তির সৃষ্টি হয়। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলেই গিয়ে তাড়াশ থানা পুলিশ তাদের তিনজনকে আটক করা করে।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি কাওসার পারভেজ কাজল বলেন, জেলা সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ সাথে পরামর্শ করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় আটক তিন ব্যক্তিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ৩৪(৬) ধারায় মামলা করা হয়েছে।