সাইদুল ইসলাম – রংপুর প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগ শনিবার বিকালে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়ছে।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির প্রতিবাদে উপজেলা আওয়ামী দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড মোড় গোল চত্বরে মিলিত হয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়ার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সদস্য ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এম এ হান্নান, সহ সভাপতি জয়নুল আবেদীন, আব্দুল জলিল সরকার, সাইফুল ইসলাম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাসান, আব্দুল কাদের, জমসের আলী, বালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আনছার আলী,সারাই ইউপি চেয়ার আশরাফুল আলম,বালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক দিলদার আলী, মধুপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান সফিকুল ইসলাম,কুর্শা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, শহীদবাগ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম, কুর্শা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবুল কাসেম, হারাগাছ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইব্রাহিম, সাধারন সম্পাদক ইয়াসিন আলী বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমিন আনছারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফিরোজ সরকার, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জুয়েল, যুবলীগ নেতা আজিজ, বাবু আনছারী, মন্জুম,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুশান্ত সরকার, সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জামিল হোসাইন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরমান প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে নিয়ে এমন কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।