চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিএনপি সমর্থিত জোটের দুস্কৃতিকারীরা বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে নিয়ে কুরুচিপূর্ণ ও দেশ বিরোধী বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ এর আয়োজনে আজ শনিবার (৪ জুন) সকাল ১০টার সময় দলীয় কার্যালয় হতে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ হাসান চত্বরে এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় চুয়াডাঙ্গা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক সফল পৌর মেয়র জনাব রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের, দপ্তর সম্পাদক এডভোকেট আবু তালেব বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামসুজ্জোহা, কোষাধক্ষ্য আলিরেজা সজল, উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য হাশেম রেজা, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রিপন মন্ডল, পৌর আওয়ামীলীগের সভাপতি জহুরুল ইসলাম জোর্য়াদ্দার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি তৌহিদুল ইসলাম চন্দন প্রমূখ।