মোঃ শাহিন হাওলাদার,
মির্জাগঞ্জ পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৪ জুন) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদের সামনে থেকে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আতাহার উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য প্রদান করেন,পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও মির্জাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মো.আবু বকর সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা,সাধারণ সম্পাদক মো.জসিম উদ্দিন জুয়েল বেপারী,উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.জহিরুল ইসলাম জুয়েল সিকদার,সহ-সভাপতি মো.আনোয়ার হোসেন জোমাদ্দার,সাধারণ সম্পাদক মো.রাকিব হোসেন মৃধা প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি জামাত জোট এর দেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। তারা দেশের মাটিতে বসে কোনো ধরনের নৈরাজ্য অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করিলে তা সর্বাত্মকভাবে প্রতিহত করা হবে। জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কটূক্তিকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।