মোঃ আব্দুল্লাহ বুড়িচং।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন পরিষদের আয়োজনে ২০২২- ২০২৩ সনের অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা উপলক্ষে ইউনিয়ন পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ বিল্লাল হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে এবং সভাপতিত্বে বাজেট পেশ করেন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ খাবির উদ্দিন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুর রহিম মাষ্টার, আব্দুস সামাদ মাষ্টার, প্যানেল চেয়ারম্যান মোঃ বাদল খা, ইউপি সদস্য যথাক্রমে মোঃ কামাল হোসেন, আবুল কাসেম, মোঃ আব্দুল মান্নান, সিরাজুল ইসলাম, মোঃ জামাল হোসেন, জালাল উদ্দীন, হাজী তোফায়েল আহমেদ, নজরুল ইসলাম, জুলেখা বেগম, কুলসুম আক্তার, জরিপা বেগম প্রমুখ। সর্বোচ্চ বাজেট ধরা হয়েছে ১ কোটি ১৮ লক্ষ ৮৪ হাজার ৯৯০ টাকা। সড়ক বা রাস্তা নির্মাণ সংস্করণ এবং নির্মাণ অবকাঠামো উন্নয়ন এছাড়া কৃষি শিক্ষাসহ বিভিন্ন খাতে বাজেট ধরা হয়েছে।