রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতাঃ লক্ষ্মীপুরে রামগঞ্জ বাসটার্মিনালের নোয়াখালী সোনাপুর থেকে পথভুলে রামগঞ্জে চলে আসা যুবতী (২৩) কে ধর্ষনের হাত থেকে রক্ষা করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মোঃ শাহাজাহান নামের এক বাজার প্রহরীর মৃত্যুর খবর পাওয়া গেছে। মোঃ শাহাজাহান রামগঞ্জ পৌর পশ্চিম কাজীরখীল গ্রামের দেওয়ান বাড়ীর মৃত নুরুজ্জামান মিয়ার ছেলে ও ৫ সন্তানের জনক।
গতকাল শুক্রবার রাত ৮টায় রামগঞ্জ বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। রামগঞ্জ থানা পুলিশ ঐ যুবতীকে (২৩) উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। স্থানীয় লোকজন ও জননী বাস মালিক সমিতির সদস্য আবুল কালাম জানান, গতকাল শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা জননী নামের গাড়ীর হেল্পার আজাদ হোসেন কাঁদতে কাঁদতে আমাদের কাছে আসে।
এসময় আজাদ হোসেন সবাইকে উদ্দেশ্য করে বলে পশ্চিম কাজীরখীল গ্রামের আখন বাড়ীর এমরান হোসেন (২৬) ও এক সহযোগী তার গাড়ী থেকে এক যুবতীকে তুলে নিয়ে ধর্ষনের চেষ্টা করছে। সাথে সাথে আমরা বাস টার্মিনাল এলাকার নাইটগার্ড মোঃ শাহাজাহান মিয়াসহ বেশ কয়েকজন লোক নিয়ে বাসটার্মিনালের পিঁছনের টয়লেটের পুর্ব পাশ থেকে ঐ যুবতীর সাথে ধস্তাধস্তি করা অবস্থায় এমরান হোসেন ও তার এক সহযোগীকে দেখতে পাই। আমাদের দেখে এমরান হোসেন ও তার সহযোগী পালিয়ে যায়।
এ ঘটনা স্থানীয় লোকদের জানানো ও ওয়ার্ড কাউন্সিলর মামুন আকন্দকে ফোনে জানানোর এক পর্যায়ে বাস টার্মিনালের প্রহরী মোঃ শাহাজাহান মিয়া মাথা ঘুরে পড়ে গিয়ে অসুস্থ্য হয়ে যান। দ্রুত তাকে স্থানীয় লোকজন রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথেই মোঃ শাহাজাহান মিয়ার মৃত্যু হয়ে বলে জানান কর্তৃব্যরত চিকিৎসক। এদিকে উদ্ধার হওয়া যুবতী (২৩) জানান, তিনি চাটখিল থেকে নোয়াখালী সোনাপুর যাওয়ার জন্য জননী নামের ঐ গাড়ীতে উঠে বসলেও ভুলক্রমে রামগঞ্জ সোনাপুর নামক স্থানে চলে আসেন। রামগঞ্জ বাসটার্মিনাল এসে তিনি বুঝতে পারেন তিনি ভুলক্রমে উল্টোপথে চলে আসেন।
ঘটনাটি উক্ত বাসের চালক ও হেল্পার (চালকের সহযোগী) আজাদকে জানালে তারা ঐ যুবতীকে নোয়াখালীগামী অন্য গাড়ীতে তুলে দেয়ার কথা বলে গাড়ীতে বসতে বলেন। এর কিছুক্ষণ পরেই এমরান হোসেন ও তার এক সহযোগী গাড়ীতে অপেক্ষমান যুবতীকে জোর পূর্বক তুলে নিতে চাইলে চালকের সহযোগী আজাদ হোসেন বাধা দেয়। এসময় এমরান হোসেন ও তার সহযোগী হেল্পার আজাদকে বেধম মারধর করে যুবতীকে তুলে নিয়ে যায়। যুবতী আরো জানান, তার সাথে থাকা নগদ তিন হাজার টাকাও নিয়ে গেছে এমরান হোসেন। এদিকে ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোঃ মামুন আকন্দ। তিনি জানান, আমি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি।
এসে জানতে পারি আমাদের পাশ^বর্তি বাড়ীর বাড়ীর নুরুজ্জমান মিয়ার ছেলে বাস টার্মিনাল এলাকার প্রহরী মোঃ শাহাজাহান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। রামগঞ্জ থানার উপ পরিদর্শক দিবাকর রায় জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঐ যুবতীকে উদ্ধার করি। স্থানীয়দের সাথে কথা বলেছি। তদন্ত চলছে। যুবতীর সাথে কথা বলে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয়রা জানান মোঃ শাহাজাহান নামের বাজার প্রহরী মোঃ শাহাজাহান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক জানান, এ বিষয়ে ৩ জনকে আসামি করে একটি ধর্ষণের চেষ্টার মামলা হয়েছে। আমরা আজাদ হোসেন নামের এক জনকে আটক করেছি বাকী আসামিদের গ্রেফতার চেষ্টা অব্যহত রয়েছে।