নিজস্ব প্রতিবেদক।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যা হুমকির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্থানীয় কাচারী বিথিকায় বঙ্গবন্ধু ম্যুাড়াল চত্বর থেকে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ দাউদ অপির নেতৃতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর গিয়ে সমাবেশ করে।
সমাবেশে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ দাউদ অপির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মতিউর রহমান সরকার, যুবলীগের সদস্য কামরুল সরকার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবু মোছা, সাধারণ সম্পাদক রুহুল আমিন মুন্সি, লালপুর ইউনিয়ন যুবলীগের নেতা মহিরুল, স্বপন, লিটন, আড়াইসিধা ইউনিয়ন যুবলীগ নেতা আমজাদ, মাছুম, জামাল, দেলোয়ার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রাব্বি মুন্সি, আশুগঞ্জ বন্দর ছাত্রলীগ নেতা সোহাগ আহমেদসহ আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগসহ ইউনিয়ন এবং ওয়ার্ড, সর্বস্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।