শংকর চৌধুরী, হাটহাজারী প্রতিনিধি:
হাটহাজারী উপজেলার এনায়েতপুর ভজন কুঠির পরিচালনা পরিষদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান আজ সম্পন্ন হয়েছে। শুরুতে শ্রীমদভগবদগীতা থেকে পাঠ করেন ভজন কুটির সংস্কৃত একাডেমির ছাত্রী শ্রাবন্তী দাশ। অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা পরিষদের কার্যকরী সভাপতি সাংবাদিক কেশব কুমার বড়ুয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী পূজা উদযাপন পরিষদ এর সভাপতি লায়ন অশোক কুমার নাথ, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদ এর যুগ্ম সাধারণ সম্পাদক বাবু অলক মহাজন, বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক মাস্টার সুজন তালুকদার, বিজয় কুমার দত্ত, রনজিত চক্রবর্তী, মাষ্টার পরিমল কান্তি দে, পাঁচকড়ি শীল।
স্বাগত বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক ব্যাংকার জুয়েল দাশ।অর্থ সম্পাদক মাস্টার সঞ্জয় দাশের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কৃষ্ণপদ চৌধুরী, অধ্যাপক শিব শংকর শীল, ডাঃ রাসেল নন্দী, ডাঃ শ্রীকান্ত চৌধুরী, মাস্টার পীযুষ নাথ, লিটন নাথ, সুব্রত বড়ুয়া, সন্জীব নাথ,নির্মল নাথ প্রমূখ।