সজীব হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্টাতা শহীদ জিয়াউর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপির নতুন কমিটির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
গত ৩ জুন শুক্রবার বিকেলে উপজেলার কালাইকুড়ি জিএম এ্যাকোয়া কালচার লি: চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি মহির উদ্দীনের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা কেএম মুকুলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা বিএনপির নয়া সভাপতি আব্দুল মহিত তালুকদার।
আরো বক্তব্য রাখেন, সাবেক উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মোত্তাকিম তালুকদার, সাবেক সাধারন সম্পাদক বুলবুল ফারুক, নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী দুলাল, শফিকুল ইসলাম খান লিখন, বগুড়া জেলা শ্রমিক দলের যুগ্ন সম্পাদক খন্দকার কামরুল হাসার মধু, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক এসএম জুয়েল রানা, কোরবান আলী, রিয়ন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবর্গ। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়া এবং তার পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাও. কোস্তাকিম হোসেন।