মোঃ অপু খান চৌধুরী।।
বাংলাদেশের একজন স্মরণীয় ব্যক্তির নাম মেজর আবদুল গনি। যা ছদ্মনাম ছিল টাইগার গনি। তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা। যার জন্ম ১ লা সেপ্টেম্বর ১৯১৯ সালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামে। যার শৈশব কেটেছে এই গ্রামে। তাকে স্মরণীয় করে রাখার জন্য মেজর আবদুল গনির স্মৃতি বিজড়িত দৃষ্টি নন্দন দু তলা বাড়িটি সংরক্ষণ করতে চায় এলাকাবাসী।
১৯৪৯ থেকে ১৯৫৩ সালের মধ্যে সেনাবাহিনী নিয়োগের সময় এবং পরে ১৯৫৪ থেকে ১৯৫৭ সালের মধ্যে তার উল্কা রাজনৈতিক জীবনে তার সমস্ত কার্যক্রমের কেন্দ্রবিন্দু ছিল এই বাড়িটি। এটি এখনও তার ভারে ঝাঁকি দিয়ে দাঁড়িয়ে আছে প্রবল বাতাস এবং সময়ের আবহাওয়া সাহসিকতায়।
এটি একটি ঐতিহাসিক কাঠামো। মেজর গনি ১৯৪৭ সাল পর্যন্ত ব্রিটিশ সেনাবাহিনীতে এবং পরে ১৯৫৪ সাল পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। তার মৃত্য হয় ১৯৫৭ সালের ১১ নভেম্বর পশ্চিম জার্মানিতে। এই স্মরণীয় ব্যক্তির স্মৃতি বিজড়িত বাড়িটি এখনই সংরক্ষণ না করলে কালের প্রবাহে বিলীন হয়ে যাবে। তাই আগামী প্রজন্মের কাছে মেজর আবদুল গনিকে স্মরণীয় করে রখার জন্য এই দু তলা বাড়িটি সংরক্ষণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ করছে এলাকাবাসী।