প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৪, ৩:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২২, ৯:০৪ পি.এম
সাড়ে ছয় কেজি গাঁজাসহ ৫ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্বীকৃতি বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ
সীমান্তবর্তী যশোর জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে যশোর জেলা গোয়েন্দা সংস্থা কর্তৃক আজ (৩ জুন) শুক্রবার ২ টি বিশেষ অভিযান পরিচালনা করে সাড়ে ছয় কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী সাইদুল রহমান (৩২), ইমাদুল ইসলাম (৩৫), মেহেদী হাসান (৩৬), আরিফ হোসেন (৩৪) ও মশিয়ার রহমান ( ৪৭) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামিরা সকলেই বেনাপোল পোর্ট থানার বাসিন্দা। সাইদুল রহমান, ইমাদুল ইসলাম, মেহেদী হাসান মানকিয়া গ্রামের মঞ্জুর আলী, তাহাজ্জুত আলী, শাহ জামানের ছেলে। আরিফ হোসেন রঘুনাথপুর গ্রামের মজনু হোসেনের ছেলে এবং মশিয়ার রহমান মানকিয়া গ্রামের মৃত নিসার আলীর ছেলে।
অভিযানের বিবরণ অনুযায়ী আজ শুক্রবার (০৩ জুন ) ডিবি যশোরের এসআই ইদ্রিসুর রহমান, এসআই নিতাই চন্দ্র দাসদ্বয়ের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম ভোর ০৪:৩০ ঘটিকায় বেনাপোল পোর্ট থানায় অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) সাইদুল রহমান (২) ইমাদুল ইসলাম, (৩) মেহেদী হাসান (৩৬)কে মানকিয়া গ্রাম হতে এবং (৪) আরিফ হোসেন (৩৪), রঘুনাথপুর গ্রাম থেকে ০৫ (পাঁচ) কেজি গাঁজাসহ গ্রেফতার করেন এবং একই দিন সকাল আনুমানিক সাড়ে সাতটায় ডিবি যশোরের এসআই সোলাইমান আক্কাস, এসআই শেখ আবু হাসানদ্বয়ের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম কোতোয়ালী হতে মশিয়ার রহমানকে ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন।
অভিযান পরিচালনার দায়িত্বরত ডিবি এর এসআই নিতাই চন্দ্র দাস বলেন, সীমান্তবর্তী যশোর জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে দীর্ঘদিন যাবত মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের এ অভিযান এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আজকের পরিচালিত অভিযানে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।