রুবেল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে আওয়ামী মৎস্যজীবী লীগের পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে পৌর শহরের বাস স্ট্যান্ড এলাকায় এই পথসভা অনুষ্ঠিত হয়।
মৎস্যজীবী লীগ ঠাকুরগাঁও জেলা শাখার আহবায়ক আনিসুজ্জামান রুবেল এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইদুর রহমান,
কেন্দ্রীয় কার্যকরী নির্বাহী সভাপতি সাইফুল আলম মানিক, সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর,
কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রইসুল সিদ্দিক রিপন, কার্যনির্বাহী কমিটির সদস্য রুবেল বাদশা, মৎস্যজীবী লীগ জেলা শাখার উপদেষ্টা এডভোকেট মোস্তফা হারুন হেলালি, আর এস ডি ও নির্বাহী পরিচালক ইকলিমা খাতুন মিনা, ১ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি দিপালী রায় সহ অন্যান্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সদস্য সচিব আবদুস সাত্তার।
বাংলাদেশ আওয়ামী মৎস্য জীবীলীগ এর সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হত্যার তীব্র প্রতিবাদ নিন্দা জানান। সেই সাথে ঠাকুরগাঁও বাসীকে সজাগ করে বলেন বিএনপি জামায়ত গভীর ষড়যন্ত্রের লিপ্ত হয়েছে। আপনারা এদের বিরুদ্ধে মাঠে থাকবেন।
এসময় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান তার বক্তব্যে বলেন দেশ ও দশের উন্নয়নে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে সরকার। সকল বিষযের উন্নয়নের জন্য অবকাঠামোসহ যা যা প্রয়োজন তার সব কিছুই চলমান প্রক্রিয়ায় করে যাচ্ছে বর্তমান আওয়ামীলীগ সরকার। কারণ বর্তমান সরকার একটি উন্নয়নের সরকার।
বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য, শিক্ষা, কৃষিখাতসহ সকলখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাচ্ছেন। বর্তমান আওয়ামীলীগ সরকার দেশের মানুষের স্বার্থে সামাজিক উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে।
মৎস্যজীবী লীগের এই আওয়ামীলীগ নেতা আরো বলেন, বিএনপি দলের নেতারা শুধু বড় বড় কথাই বলে শুধু বিরোধীতা, নালিশ ও সমালোচনা করতে জানে। উন্নয়ন ও ভালো কাজের গঠনমুলক সমালোচনা করতে জানে না। ভালো কাজের প্রশংষা করতে জানে না। তা যদি জানতো তাহলে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলত না।