প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৪, ১২:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২২, ৮:০১ পি.এম
আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি রবি উপাচার্য প্রফেসর ড. শাহ্ আজম।
আসাদুর রহমান, শাহজাদপুর (সিরজারগঞ্জ) প্রতিনিধিঃ
রাজশাহীতে অনুষ্ঠিত হলো আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার চতুর্থ আসর। এই প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্বিবিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের ২১টি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক ও দেশের বরেণ্য এডজুডিকেটরগণ অংশগ্রহণ করেন।
রাজশাহী কলেজ মিরর ডিবেটিং সোসাইটি'র উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।
আজ সকালে রাজশাহী কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠানে রবি উপাচার্য বলেন, যুক্তি নির্ভর বিজ্ঞানমনস্ক আলোকিত মানুষ গড়তে বিতর্কচর্চা খুবই ফলপ্রসূ অবদান রাখতে পারে। তিনি আরো বলেন, সত্যের অনুসন্ধানে ও বহুমাত্রিক মতামতকে একত্রিকরণে বিতর্ক উপযোগী মাধ্যম, বিতর্কের মাধ্যমে গৃহীত সিদ্ধান্তে গণমত প্রতিফলিত হয়।
এ প্রজন্ম বিতর্ককে যেভাবে টিকিয়ে রেখেছে তা বিস্ময়কর বলে রবি উপাচার্য উল্লেখ করেন। শিক্ষার অপরিহার্য অনুসঙ্গ হিসেবে 'বিতর্ক' গৃহীত এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষণা অর্জনে সক্ষম হলে যুগোপযোগী
জনসম্পদ তৈরীতে বিশেষ অবদান রাখবে বলে তিনি আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান। বিতর্ক প্রতিযোগীতাটির সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।