রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারীতে খুন হওয়ার ৩ মাস পরে আসামির দেওয়া তথ্য মতে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বাঘের হাট এলাকার তেকানি গ্রামের মজম আলীর বাড়ির দক্ষিণ পাশে ৩ গজ দূরে বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে একটি জিগনি গাছের নিচ হতে মাটি খুড়ে বস্তা ভর্তি শালু মিয়া (৩৫) নামের ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে রৌমারী থানা পুলিশ।
রৌমারী থানার ওসি (তদন্ত) এম আর সাঈদ জানান, ২০২২সালের ১১ ফেব্রয়ারি রাতে একই ইউনিয়নের কাউয়ার চর গ্রামের মৃত চাঁন মন্ডলের ছেলে শালু মিয়া (৩৫) কে অপহরণ করে গুম করার অভিযোগ উঠে ইউপি সদস্য জাকির হোসেনের বিরুদ্ধে।
এ ঘটনায় শালু মিয়ার ভাই আব্দুস ছালাম মন্ডল থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এরপর অধিকতর খোঁজা খুঁজি করে সন্ধান না পেয়ে স্ত্রী রেজেকা বেগম বাদী হয়ে গত ২৯ এপ্রিল ইউপি সদস্য জাকির হোসেন, খয়বর আলীসহ অজ্ঞাত আরও কয়েক জনকে আসামি করে থানায় একটি অপহরণ মামলা করেন। এরপর আসামীরা আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে ঢাকা থেকে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে তাকে গ্রেফতার করে রৌমারী থানায় আনা হয়।
এবিষয়ে রৌমারী থানার (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান এঘটনায় আমরা কয়েক জনকে সনাক্ত করি সনাক্তকারীদের কে জিজ্ঞেসাবাদের পরে তাদের সনাক্ত মতে শালু মিয়ার গলিত লাশ উদ্ধার করা হয়েছে।