রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের উজিরপুর উপজেলার হারতায় তৃতীয় শ্রেণীর ছাত্র দ্বীপ্ত মন্ডল (৮)’র নৃশংস হত্যার সঙ্গে জড়িত ঘাতকদের ফাঁসির দাবিতে এলাকার সকল প্রথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বরিশালের উজিরপুর উপজেলার হারতায় তৃতীয় শ্রেণীর ছাত্র দ্বীপ্ত মন্ডল (৮)’র নৃশংস হত্যার সঙ্গে জড়িত ঘাতকদের ফাঁসির দাবিতে এলাকার সকল প্রথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২ জুন বৃহস্পতিবার বিকাল ৩টায় হারতা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হারতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সুনীল কুমার বিশ্বাস,ইউপি সদস্য নিখিল চক্রবর্তী, ইউপি সদস্য কৃষ্ণ বাড়ৈ, কালবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ আসাদুল হক বাচ্চু, কাজীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রভাকর মন্ডল, হারতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক বঙ্কিম চন্দ্র ঘোষ, মধ্য হারতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, জামবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক অজিত কুমার রায়, সাতলা রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র পান্ডে প্রমুখ।
এছাড়াও ব্যবসায়ীসহ নানা শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। এসময় তারা নিষ্পাপ শিশু দীপ্ত মন্ডলের ঘাতকদের ফাঁসির দাবি জানান। এদিকে চাঞ্চল্যকর ৮ বছরের শিশু দীপ্ত মন্ডল হত্যার রহস্য উদঘাটিত হয়েছে। দীপ্তর পাষাণী মা ও তার পরকীয়া প্রেমিকসহ গ্রেফতারকৃত ৪ আসামী আদালতে হত্যাকান্ডের আদ্যেপান্ত খুলে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ১ জুন বুধবার বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উজিরপুর আমলী আদালতের বিচারক মোঃ মাহফুজুর আলমের কাছে তারা হত্যার ঘটনায় এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পরকীয়া প্রেমিক সেলুন কর্মচারী নয়ন শীলের (৩৫) সঙ্গে নিজ মাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলার কারণে মায়ের চোখের সামনে তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী দীপ্ত মন্ডলের (৮) ঘাড় ভেঙে ও গলা টিপে হত্যা করা হয় । হত্যাকাণ্ডের পর লাশ গুম ও হত্যাকান্ডের ঘটনাটি ধামাচাপা দিতে নানা ছক আঁকেন সেলুন মালিক রতন বিশ্বাস (৩০) ও তার স্ত্রী ইভা বিশ্বাস (২৮)। তারা মরদেহটি ড্রামের মধ্যে লুকিয়ে অটোগাড়িতে করে নিয়ে বস্তায় ভরে হারতা বাজার সংলগ্ন খালে ফেলে দেয়।
পুলিশের হাতে আটক হওয়ার পর সমস্ত ঘটনার বিবরণ দিয়ে বুধবার (১ জুন) দুপুরে বরিশাল সিনিয়র চীফ জুড়িসিয়াল মেজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন চঞ্চল্যকার দীপ্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মা সীমা মন্ডল (২৬), তার পরকীয়া প্রেমিক ঘাতক সেলুন কর্মচারি নয়ন শীল (৩৫), সেলুন মালিক রতন বিশ্বাস ও তার স্ত্রী ইভা বিশ্বাস ।
এর আগে ৩১ মে রাতে স্কুলছাত্র দীপ্ত মন্ডল হত্যাকাণ্ডের ঘটনায় তার বাবা দিপক মন্ডল বাদী হয়ে স্ত্রীর পরকীয়া প্রেমিক নয়ন শীল ও মা সীমা মন্ডলসহ ৪ জনের নাম উল্লেখ করে উজিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই রাতেই সীমা মন্ডলকে গ্রেফতার করা হয়। ২৭ মে রাতে শিশু দীপ্তকে ঘাড় মটকে ও শ্বাসরোধ করে হত্যার পর লাশ বস্তাবন্দী করে ৩দিন সেলুনের ভিতরে বাথরুমে ফেলে রেখেছিল। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় ৩০ মে দুপুর দেড়টায় বস্তাবন্দি লাশ মাছের ড্রামে ভরে রতন বিশ্বাসের ভাই ভ্যানচালক জীবন বিশ্বাসকে নিয়ে ইভা মল্লিক, নয়ন শীল ও রতন বিশ্বাস মিলে হারতা বাজার সংলগ্ন খালে ফেলে দেয়। এরই সুত্র ধরে ভোর সোয়া ৫টায় উজিরপুর মডেল থানা পুলিশ ও স্থানীয়রা খাল থেকে দীপ্তর বস্তা বন্দি লাশ উদ্ধার করে।
জানা গেছে, পিরোজপুর জেলার স্বরূপকাঠী উপজেলার অতুল চন্দ্র শীলের ছেলে নয়ন শীল বরিশালের উজিরপুরের হারতা বাজারে রতন বিশ্বাসের সেলুনে কাজ করার সুবাদে হারতা ইউনিয়নের কাজীবাড়ী এলাকার দিনমজুর দিপক মন্ডলের সঙ্গে সুসর্ম্পক তৈরি করেন।
এক পর্যায়ে দীপকের সুন্দরী স্ত্রী সীমা মন্ডলের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন নয়ন শীল। ঘটনার দিন শুক্রবার (২৭ মে) হারতা মাছ বাজারের পাশে মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান বার্ষিক র্কীত্তন দেখতে যান সীমা মন্ডল (২৬) ও তার ছেলে দীপ্ত মন্ডল (৯)। রাতে র্কীত্তন অনুষ্ঠানে গিয়ে হাজির হন নয়ন শীল। এক পর্যায়ে প্রেমিকা সীমা মন্ডলকে তার দোকান ঘর সেলুনের মধ্যে নিয়ে অনৈাতিক কাণ্ড ঘটানোর সময় রাত প্রায় সাড়ে ১১ টার দিকে শিশু দীপ্ত সেলুনের মধ্যে ঢুকে মায়ের সঙ্গে পর পুরুষের অনৈতিক কাজের দৃশ্য দেখে ফেলে।
এটাই কাল হয়ে দাঁড়ায় দীপ্তর জীবনে। সব কথা তার বাবাকে বলে দেবে এ ভয়ে তার মা সীমা মন্ডলের চোখের সামনে ঘাতক নয়ন শীল শিশু দীপ্ত মন্ডলের ঘাড় মটকে ভেঙে ফেলে ও গলা টিপে হত্যা করে। পরে দীপ্তর মা সীমা মন্ডল পরকীয়া প্রেমিক নয়ন শীলকে রক্ষা করতে নিজ বাড়িতে এসে ছেলে নিখোঁজের নাটক সাজান। ছেলে নিখোঁজের বিষয়ে ২৮মে তার পিতা দীপক মন্ডল বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
৩০মে গভীর রাতে নয়ন তার রক্তমাখা সেলুনের দোকানের ফ্লোর ধৌত করার সময় তাকে হাতেনাতে স্থানীয়রা আটক করে পুলিশকে খবর দেয়। এসময় নয়নের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকান্ডের সাথে জড়িত সেলুনের মালিক রতন বিশ্বাস ও তার স্ত্রী ইভা মল্লিক (৩৫)কে পুলিশ আটক করে।
অপরদিকে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ক্লু উদঘাটনের জন্য পুলিশের একধিক টিম মাঠে নামলে এ ঘটনায় দীপ্তর মা সিমা মন্ডল জড়িত বলে প্রমাণ পায় পুলিশ। এরপর মঙ্গলবার (৩১ মে) রাতে তাকে পুলিশি হেফাজতে নিলে তিনি চোখের সামনে ছেলে হত্যার ঘটনা খুলে বলেন।