সংবাদ বিজ্ঞপ্তি
র্যাব-৯ এর পৃথক দুটি অভিযানে ৫৭ বোতল বিদেশী মদ ও ১৩ বোতল ফেন্সিডিল’সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে ৫৭ বোতল বিদেশী মদ এবং ১৩ বোতল ফেন্সিডিল’সহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, ইসলামপুর ক্যাম্প, সিলেট এর একটি আভিযানিক দল ০১ জুন ২০২২ ইং তারিখ ১৮৪০ ঘটিকায় এসএমপি সিলেট এর জালালাবাদ থানাধীন মইয়ারচর গ্রামে অভিযান পরিচালনা করে ১৩ বোতল ফেন্সিডিল’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি এসএমপির জালালাবাদ থানার মইয়ারচর এলাকার বাসিন্দা মৃত সোনা উল্লাহর ছেলে মকলিছ মিয়া (৪৮)। ৩। দিনের আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, ইসলামপুর ক্যাম্প, সিলেট এর একটি আভিযানিক দল ০১ জুন ২০২২ ইং তারিখ ২০৫৫ ঘটিকায় সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের উত্তর পাশের্^ অভিযান পরিচালনা করে ৫৭ বোতল বিদেশী মদ’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি সুনামগঞ্জ জেলার ছাতক থানার দারগাখালী এলাকার বাসিন্দা মৃত জফর আলীর ছেলে মোঃ ছমির উদ্দিন (৪০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা এসব অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। মাদকের বিরুদ্ধে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।