নিজস্ব প্রতিনিধি :তাওহিদুল ইসলাম
চলতি সময়ের মেধাবি অভিনেত্রী সামিরা খান মাহি। এবারেরর ঈদেও তার একাধিক কাজ প্রশংসিত হয়েছে। এদিকে সম্প্রতি নিজের উপলব্ধির কথা সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে জানিয়েছেন এ অভিনেত্রী। তিলি লিখেছেন, যখন আপনার জীবনে ভালো কিছু করতে যাবেন তখনই দেখবেন আপনার আশেপাশের মানুষগুলো আপনাকে উৎসাহ দিচ্ছে না।
কারণ তারা জেলাস! আর এটাই স্বাভাবিক। আমি ও পুরাটা ব্যাপার স্বাভাবিক ভাবেই মেনে নিলাম। কারণ আমি ছোটবেলা থেকে শিখেছি হাসিমুখে মেনে নেওয়াই ভালো। তার মানে এই নয় যে আমার প্রচেষ্টায় কোন কমতি থাকবে। আমার মনে আছে প্রথম যখন আমি নাটকে অভিনয় শুরু করেছি তখন অধিকাংশ মানুষই আমাকে বলেছিল, টিকটক থেকে এখানে এসেছিল কি করে! বস্তির মত ভয়েস। দেখতে ভালো না!
কিন্তু খানিকটা সময় পর কিছু সংখ্যক মানুষ আমার কাজ পছন্দ করা শুরু করে। আমাকে ভালোবাসা শুরু করে।
ইনশাআল্লাহ সাপোর্টের সাথে আরও ভালো করার প্রচেষ্টা চালিয়ে যাব। যারা ভালোবাসেন পাশে থাকবেন।