কাউখালী ( পিরোজপুর) সংবাদদাতা:
কাউখালীতে বৃহস্পতিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। উপজেলার ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত একটানা ভোট চলে।
কাউখালী উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় জানান উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি বিদ্যালয় থেকে ৭ জন কাউন্সিলর নির্বাচিত হয় এর মধ্যে ১জন প্রধান নির্বাচন কাউন্সিলর নির্বাচিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হাকিম জানান উৎসবমুখর ও সুষ্ঠু পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।