হিরক খান, মেহেরপুর
ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় মেহেরপুরে ছাগলের এক্সিভিশন,মেলা এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে মেহেরপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এ ছাগল এক্সিভিশন, মেলার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান মোঃ ইয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন। মেহেরপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত অনুষ্ঠানে এছাড়াও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোঃ বশির আহমেদ, উপসহাকারি প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ শারমিন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ছাগল পরিদর্শন মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র্্যালি বের হয়।সদর উপজেলা চেয়ারম্যান মোঃ ইয়ারুল ইসলাম মেলা উদ্বোধন করে ছাগলের এক্সিভিশন ও মেলা পরিদর্শন করেন।