আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার লক্ষিপুর গ্রামে তাসলিমা খাতুন (৪৫) নামে এক গৃহবধুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে বাড়ির পাশে একটি নেপিয়ার ঘাসের মাঠে তাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করা হয়। নিহত তাসলিমা খাতুন লক্ষিপুর গ্রামের ইজিবাইক চালক আলমের স্ত্রী বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে রওনা হয়। হত্যার কারণ জানা যায়নি। কোটচাঁদপুরের দোড়া ইউনিয়নের সদস্য (মেম্বর) সবুজ জোয়ারদার জানান, রাতে কে বা কারা তাকে হত্যা করে একটি ঘাসের ক্ষেতে ফেলে রেখে যায়।
ঘটনাস্থলে উপস্থিত কোটচাঁদপুর থানার এসআই মাসুদ রানা রাত সোয়া ১১টার দিকে জানান, সবেমাত্র আমরা লাশের কাছে পৌঠছালাম। তদন্ত করে হত্যার প্রকৃত কারণ জানা যাবে। কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুল ইসলাম জানান, লক্ষিপুর গ্রামের পশ্চিম পাড়ায় এক নারীকে হত্যা করা হয়েছে বলে খবর পেয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌচেছে। তদন্তের পর হত্যার মোটিভ ও ক্লু জানা যাবে।