স্টাফ রিপোর্টার নাটোর
নাটোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রাকিব হোসেন (২২) নামে এক যুবক খুন হয়েছেন।
বুধবার বেলা ১২টার দিকে শহরের চকবৈদ্যনাথ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রাকিব একই এলাকার মৃত জালাল হোসেনের ছেলে।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোহসিন জানান, পূর্ব শত্রুতার জের ধরে বাড়ি থেকে রাকিবকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী এক যুবক। পরে তাকে রাসেল নামে আরেকজন ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা রাকিবের চিৎকারে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে। হত্যার সাথে জড়িতদের জন্য অভিযানে নেমেছে পুলিশ।