ভান্ডারিয়া প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়ায় বকনা বাছুর বিতরণ করেছে উপজেলা নির্বাহী অফিসার সিমা রানী ধর। বুধবার উপজেলা পরিষদ চত্বরে মৎস দপ্তরের উদ্যোগে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপণা প্রকল্পের অধিনে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ১৫ জনের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, উপজেলা আ’লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার, ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জহিরুল ইসলাম, জেলা মৎস দপ্তরের উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান ও উপজেলা মৎস কর্মকর্তা মনোজ কুমার সাহা প্রমূখ।