মোঃ শহিদুল ইসলাম, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভুঞাপুরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে পেটানোর ঘটনায় দুই বখাটেকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (১ জুন) বিকালে উপজেলার নিকরাইল ইউনিয়নের পুনর্বাসন গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- ১নং পুর্নবাসন গ্রামের ফজলুল হকের ছেলে মো. স্বপন (১৮) ও আ. আলিমের ছেলে মো. সাগর (১৮)।
বিকালে বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (২৯ মে) দুপুরে মাদ্রাসার মেয়েদের টয়লেটের উপর দিয়ে উঁকি মারছিল জাহিদ ও সাগর নামের ২ বখাটে। ঘটনাটি ওই মাদ্রাসার শিক্ষকরা টের পেলে বখাটে দু’জনের মধ্যে সাগর পালিয়ে যায়। জাহিদকে ধরে অফিস কক্ষে নিয়ে যায় শিক্ষকরা এবং তার কৃতকর্মের জন্য সবার কাছে ক্ষমা চাইতে বলেন। পরে সোমবার (৩০ মে) দুপুরে ওই মাদরাসার শিক্ষক নজরুল ইসলাম ও মুন্নাফ টিফিনের সময় নামাজ পড়তে যাওয়ার সময় এক নম্বর ও দুই নম্বর পুনর্বাসনের মাঝামাঝি কমিউনিটি ক্লিনিকের কাছে পৌঁছালে জাহিদ, সাগর, শাহাদত, বাছেদ, স্বপনসহ ৮-১০ জন বখাটে শিক্ষক নজরুল ইসলামকে মারার জন্য পথ গতিরোধ করে।
এক পর্যায়ে বখাটেরা তাকে রড ও ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে মাথায় ও হাতে আঘাত করে আহত করে। পরে এলাকাবাসী ও শিক্ষকরা তাকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর মঙ্গলবার (৩১ মে) ওই শিক্ষক বাদি হয়ে তাদের আসামী করে ভুঞাপুর থানায় অভিযোগ এবং বুধবার (১ জুন) মামলা দায়ের করেন।
আসামীদ্বয়কে আরও জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে, তারা বহুদিন ধরে মাদ্রাসার ছাত্রীদেরকে উক্তাক্ত করে আসছিল। পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।