মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা পর্যায়ে অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধীতা বিষয়ক অরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে গতকাল বুধবার দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. তাহমিনা হক পপি।
অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফারুক আহমেদ। এতে সঞ্চালনা করেন ওশান হাইস্কুলের প্রধান মো. হুমায়ুন কবির। প্রশিক্ষক ছিলেন ন্যাশনাল একাডেমি ফর অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (এনএএএনডি) প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, প্রশিক্ষক কামরুজ্জামান মিঞা ও মো. ইকবাল হোসাইন।
উপস্থিত ছিলেন উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ফরিদ উদ্দিন, শশীদল ইউপির সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন, শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, সাহেবাবাদ ডিগ্রি কলেজর অধ্যক্ষ মো. হুমায়ুন কবির সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।