সোলায়মান, টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে নাগরপুর উপজেলার যমুনা নদী ভাঙ্গণ কবলিত এলাকার জনসাধারনের জন্য প্রধানমন্ত্রীর পূর্ণবাসন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ও বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের বাস্তবায়নে নদী ভাঙ্গন ৭৬টি ক্ষতিগ্রস্থ পরিবারের কে ৫০ হাজার টাকা করে ৩৮ লক্ষ টাকার চেক তুলে দেন টাঙ্গাইল-৬ সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
উপজেলার ভাঙ্গণ কবলিত চারটি ইউনিয়নের মধ্যে দপ্তিয়র ৩৫ টি, সলিমাবাদ ৪১টি, পাকুটিয়া ২টি ও মোকনা ৮টি পরিবারের মাঝে এ চেক তুলে দেয়া হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান সিদ্দিক, শাহীদুল ইসলাম অপু, মো. শরিফুল ইসলাম শরিফ, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আবু বকর, উপজেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক উজ্জল হোসেন মোল্লাসহ ইউপি সদস্য ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।