গাজী এনামুল হক (লিটন)
স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুরের নাজিরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছেন উপজেলা যুবদলের নেতাকর্মীরা। বুধবার (০১ জুন) দুপুরে ওই মিছিলটি অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্র জানা যায়, বুধবার (০১ জুন) দুপুরে উপজেলা যুবদলের সভাপতি সফিকুল ইসলাম সাফিক ও সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানীর নেতৃত্বে স্থানীয় নাজিরপুর কলেজ গেটে থেকে আনন্দ মিছিলটি বের হয়ে উপজেলা পরিষদের দিকে আসতে চাইলে মিছিলটি সরকারি বালক স্কুলের সামনে পৌঁছালে পুলিশি বাঁধায় মিছিলটি পন্ড হয়ে যায়।
এসময় উপস্হিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ (লিলন), সাবেক আহবায়ক মাজেদুল কবীর রাসেলসহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।