বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
শারমিন আক্তার,
ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও জনপ্রিয় স্কলারশিপ ‘ইরাসমাস মুন্ডাস’ পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী সুলতানা চৌধুরী। তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের (২০১২-১৩) শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বশেমুরবিপ্রবি শিক্ষার্থী হিসেবে তিনিই প্রথম এই কৃতিত্বের অধিকারী।
স্কলারশিপটির মাধ্যমে এই কৃতি শিক্ষার্থী স্পেন, পর্তুগালসহ তিনটি দেশের তিনটি বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ কর্তৃপক্ষের খরচে মাস্টার্স করার সুযোগ পাবেন।
এর আগে গত ফেব্রুয়ারি ইরাসমাস মেন্ডাস ক্যাটালগের ওয়েবসাইট থেকে সারা বিশ্বের মাস্টার্স ও পিএইচডি করতে আগ্রহী শিক্ষার্থীদের আহবান জানানো হয়। পরে আবেদনসহ যাবতীয় যোগ্যতা প্রদর্শনের পর স্কলারশিপের জন্য সুলতানা চৌধুরীকে মনোনীত করা হয়।
স্কলারশিপের বিষয়ে সুলতানা চৌধুরী জানান, “আমি আনন্দিত” এটা এক বাক্যে আমার অনুভুতি। কিন্তু আমি জানি এই আনন্দটুকু পেতে কতোটা যন্ত্রনার পথ আমাকে অতিক্রম করতে হয়েছে। তারপর ও আমি আশাহত হইনি, আমি এখন বিশ্বাস করি চেষ্টা করলে অবশ্যই সফলতা আসবে। আমি কৃতজ্ঞ সবার প্রতি, যারা আমার এই একার সংগ্রামে পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও এসিসিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান বলেন, বিভাগের শিক্ষার্থীর এমন সাফল্যে স্বভাবতই আমরা গর্ববোধ করি। এভাবেই আমাদের বিভাগ তথা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাফল্যের চূড়ায় যেতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি ও আশা রাখি।
প্রসঙ্গত, প্রতি বছর বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা যে কয়টি মর্যাদাপূর্ণ স্কলারশিপ নিয়ে বিদেশে মাস্টার্স করতে যান, ইরাসমাস মুন্ডাস মাস্টার্স স্কলারশিপ তার মধ্যে অন্যতম। এটি ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও জনপ্রিয় স্কলারশিপ। মূলত মাস্টার্সে অধ্যয়নের জন্য এই স্কলারশিপটি প্রদান করা হয়। ১৯৮৭ সাল থেকে শুরু হওয়া এই স্কলারশিপ গত ৩০ বছর ধরে শিক্ষার্থী ও গবেষকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় ও সম্মানজনক স্কলারশিপ বলে মনে করা হয়। উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিভিন্ন দেশের সরকার ও সংস্থা প্রতিবছরই মেধাবী শিক্ষার্থীদের অজস্র স্কলারশিপ দিচ্ছে।