মোঃ সনজব আলী হবিগঞ্জ জেলা স্টাফ রিপোর্টার॥ শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে নতুন ব্রিজ সংলগ্ন চুনারুঘাট আ লিক সড়কে বেপরোয়া সুন্দরবন সার্ভিস (ঢাকা মেট্রো-উ-১১-০৯৯০) চাপা দেয়।
এতে ওই ব্যক্তি গুরুতর আহত হন। পরে তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যায়। বর্তমানে লাশ হাসপাতালের মর্গে রয়েছে। তবে কাভার্ড ভ্যানটি পালিয়ে যাবার চেষ্টা করলে পুলিশ আটক করে। নিহত যুবকের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। কেউ তাকে চিনে থাকলে ০১৩২০১১৮৮৩১ নম্বরে যোগাযোগ করার জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি