স্টাফ রিপোর্টার নাটোর
নাটোরের লালপুরে র্যাব -৫ নাটোর ক্যাম্পের অভিযানে ইমো হ্যাকিং প্রতারক চক্রের ৩ সদস্য আটক। মঙ্গলবার (৩১ মে) নাটোর র্যাব ক্যাম্পের এক বিশেষ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানা যায়, সিপিসি -২ নাটোর ক্যাম্প, র্যাব- ৫ রাজশাহীর একটি অপারেশন দল (৩১ মে ) রাত্রি সাড়ে ১২ সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার লালপুর থানাধীন মহারাজপুর গ্রামের পাকার মোড় এলাকায় কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানির উপঅধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমো হ্যাক করে বিকাশের মাধ্যমে প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নেওয়ায়, ৫টি মোবাইল সেট, সিমকার্ড ৯টি ও একটি মোটরসাইকেল সহ তিনজনকে আটক করা হয়।
https://youtu.be/kpaxkSsUrXE
আটককৃতরা হলো ১। মোঃ মেহেদী হাসান রনি (২৫) পিতা মোঃ শাহাবুল ইসলাম সাং মোহরকয়া ২। মোঃ রবিউল ইসলাম (২২) পিতা মোঃ ইয়াছিন আলী সাং মোহরকয়া বাংলা পাড়া ৩। মোঃ আরিফুল ইসলাম (৩০) পিতাঃ মোঃ সাজদার রহমান সাং নাকশষা সর্ব থানা লালপুর জেলা নাটোর।
গ্রেফতারকৃত তিন জন আসামীকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজে দীর্ঘদিন যাবৎ ইলেকট্রিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসী সহ দেশের বিভিন্ন প্রান্তের ইমো ব্যবহারকারীদের ইমু হ্যাক করে। ইমো সফটওয়্যারে অবৈধ প্রবেশ সফটওয়্যারে এবং মেয়ে ও পুরুষের ছদ্মবেশ ধারণ করে পরিচয় গোপন পূর্বক বিভিন্ন ছবি ও ভিডিও প্রদর্শন ইমো সেক্স এবং প্রতারণার মাধ্যমে কৌশলে ভিকটিমের পরিচিতজনদের নিকট হতে প্রতারণাপূর্বক মোবাইল ফিনান্সিং সার্ভিস বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়।
উপরোক্ত ঘটনা নাটোর জেলার লালপুর থানা ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২০/২৪/৩৪/ ৩৫ ধারায় মামলা রুজু করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।