নবীগঞ্জ প্রতিনিধি।। নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নে জালজালিয়াতির মাধ্যমে ইনাতগঞ্জ পশ্চিম বাজার জামে মসজিদের নাম পরিবর্তন করেছে আমিনুর রহমান ও দিলবার গং নামে একদল অর্থ সিন্ডিকেট চক্র। এমনই অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে উপজেলাজুড়ে। মসজিদের নামে তথাকতিত কমিটি গঠন করে লুপাট করা হচ্ছে মসজিদের কোটি টাকা। এ ঘটনার প্রতিবাদ করতে গিয়ে বার, বার হামলা মামলার শিকার হচ্ছেন এই মসজিদের ভূমিদাতা আশাহিদ আলী আশার পরিবারের সদস্যরা। মসজিদের নাম পরিবর্তন করে লন্ডন প্রবাসী সালেহা নামে নামকরণ করে দখলবাজরা। এরপর থেকে ভূমিদাতা পরিবারের সাথে দখলবাজদের চলছে বিভিন্ন মামলা মোকদ্দমা।
এদিকে মসজিদের বিরোধ মিমাংসার জন্য তদন্তে নামে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের লোকজন। গত ২৮ মে সরেজমিন তদন্তে আসেন ওয়াকফ সহকারী প্রশাসক মোঃ কামরুজ্জামান, ভারপ্রাপ্ত সহকারী প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম, হিসাব নিরীক্ষক আলহাম আব্দুল্লা। এসময় ফুলজার উদ্দিন নামে এক মুয়াসল্লিাকে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করে ওয়াকফ প্রশাসনের লোকজন। তার কথা বার্তা মসজিদ রক্ষার সার্থে যাওয়াতে রোষাণলে পড়েন আমিনুর বাহিনীর।
এ ঘটনার জের ধরে গত ২৯ মে বিকালে ও সন্ধ্যার দিকে ইনাতগঞ্জ আঞ্চলিক শ্রমিক ইউনিয়নের সভাপতি ফুলজার উদ্দিনের উপর অতর্কিত হামলা ও হত্যা চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ এলাকার বিশিষ্ট লোকজনের উপস্থিতিতে শালিস বিচারের ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়। শালিস বিচার মানার পরও পুনঃরায় ৩১ মে দুপুরে নামাজে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়া পথে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে ফুলজার উদ্দিনের উপর হামলা চালান আমিনুর রহমান, স্থানীয় ইউপি মেম্বার দিলবার হোসেন আব্দুল সামাদ গং। এতে প্রাণ নাশের হুমকিতে আছেন ফুলজার উদ্দিন। পরে ঘটনার খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির পরিদর্শকসহ একদল পুলিশ পরিস্থিতি শান্ত করেন।