কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাট জেলার কচুয়া উপজেলার ৫ নং গোপালপুর ইউনিয়নে উন্মুক্ত বাজেট বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) সকাল ১১ টায় ২০২২-২০২৩ অর্থ বছরকে কেন্দ্র করে গোপালপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ উন্মুক্ত বাজেট সংলাপ অনুষ্ঠিত হয়।
গোপালপুর ইউনিয়ন পরিষদ কতৃক আয়োজিত বাজেট অনুষ্ঠানে সহায়তা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপি অফিস। এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম আবু বক্কর সিদ্দিক উন্মুক্ত বাজেট সংলাপে তিনি উল্লেখ করেন, এ বছর মোট বাজেট ধরা হয়েছে ১ কোটি ৫২ লক্ষ ৪৯ হাজার ১ শত ৪৬ টাকা। এর মধ্যে নারী ও শিশু উন্নয়নে রাখা হয়েছে ১ লক্ষ ৯০ হাজার টাকা। আলোচনা শেষে শিশু নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গোপালপুর ইউনিয়নের শিশু ফোরামের পক্ষ থেকে চেয়ারম্যান বরাবর একটি সমঝোতা স্মারক প্রদান করেন। এ দিন আলোচনার ভিত্তিতে চেয়ারম্যান ও নির্বাচিত জনপ্রতিনিধিরা শিশু নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সম্মত হয়ে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এদিন অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট সংলাপে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কচুয়া এপির প্রোগ্রাম অফিসার, পরিষদের সচিব, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য, নির্বাচিত জনপ্রতিনিধি, শিশু ফোরামের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।