প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৪, ১১:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩১, ২০২২, ৮:৪৪ পি.এম
নওগাঁ বদলগাছীতে বিভাগীয় কমিশনারের সাদিশপুর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন
সজীব হাসান, (নওগাঁ) সংবাদদাতা:
নওগাঁর বদলগাছী উপজেলার সাদিশপুর আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানা। মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে তিনি এ প্রকল্প পরিদর্শনে আসেন। গত ২৬ এপ্রিল উপজেলার ৪০ জন ভূমিহীনকে প্রধানমন্ত্রীর ইদ উপহার হিসেবে দুই শতক জমির উপর নির্মিত একটি করে বাড়ি দেওয়া হয়। সেসব বাড়িতে রয়েছে বারান্দাসহ দুটি রুম, রান্নাঘর ও টয়লেট।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার প্রধানমন্ত্রীর উপহারের ঘরগুলো পরিদর্শন করেন এবং বাড়ি গ্রহিতাদের সার্বিক খোঁজ খবর নেন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মিল্টন চন্দ্র রায়, বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন, সহকারি কমিশনার (ভূমি) মুস্তাফিজুর রহমান, আধাইপুর ইউপি চেয়ারম্যান কে এম রেজাউল কবির পল্টন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল ইসলাম প্রমূখ।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানা বলেন, রাজশাহী বিভাগে ২৭ হাজারের মত গৃহহীন পরিবার রয়েছে। ইতিমধ্যে ২১ হাজারের বেশি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়া হয়েছে। গত ২৬ এপ্রিল ৫ হাজার ১২২টি পরিবারকে বাড়ি দেওয়া হয়েছে এবং আগামি জুন মাসে এ বিভাগের আরো ১৬১৪টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি দেওয়া হবে।
সাদিশপুর আশ্রয়ণ প্রকল্পের বাড়ি বিতরণে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এখানে যারা বাড়িগুলো পেয়েছে তারা প্রকৃতপক্ষেই বাড়ি পাওয়ার যোগ্য বলেই আমার মনে হয়েছে। তারপরেও যদি কোনো ভুল-ত্রুটি থেকে থাকে তাহলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।