রিপোর্টঃ মোঃ ওবায়েদুর রহমান সাইদ শরীয়তপুর জেলা প্রতিনিধি।
শরীয়তপুর জেলা, নড়িয়া উপজেলা মোক্তারেরচর ইউনিয়নের আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলন আজ, সকাল ১০ ঘটিকার সময় অনুস্ঠিত হয়, এতে প্রধান অতিথী হিসাবে ছিলেন পানি সম্পদ মন্ত্রণায়নে উপমন্ত্রী ও আওয়ামীলীগের সফল সাংগঠনিক সম্পাদক জননেতা এ কে এম এনামুল হক শামীম, উদ্ভোধক বীর মুক্তিযুদ্ধা এ কে এম ফজলুল হক মাল, আর উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ বিষয় সম্পাদক জহিরুল ইসলাম রঞ্জু শিকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার জেলা পরিষদের প্রশাসক বিভাগ আরো উপস্থিত ছিলেন নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের আইন বিষক সম্পাদক, নড়িয়া উপজেলা ত্রাণ বিষয় সম্পাদক খবিরুজ্জান বাচ্চু মাদবর, মোক্তাকারের ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেন বাদশা শেখ, জপসা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন মাদবর, ভোজেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিকদার, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান আলম বয়াতী, নড়িয়া উপজেলার সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, ফতেজঙ্গপুর ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন জুয়েল শিউলী, আওয়ামীলীগের নেতা ইমাম হোসেন দেওয়ান, শাহ আলম চৌকিদার সাবেক সফল চেয়ারম্যান, আলাউদ্দিন বেপারী সাবেক চেয়ারম্যান, মুক্তিযুদ্ধা, আওয়ামীলীগের, ছাত্রলীগ, সেস্চা সেবকলীগ, শ্রমীকলীগ, মহিলালীগ,কৃ ষকলীগ, নেত্রীবৃন্দ, এই সময় ছাবেদুর রহমান খোকা শিকদার বলেন আওয়ামীলীগ আছে বলে দেশ উন্নয়নের জোয়ার বয়ছে, আমার দৃর্ঘদিনের দাবী ছিল দক্ষিন বঙ্গ ২২ জেলা মানুষ পদ্মা সেতু হওয়া আন্দোলন, আজ দেশ রন্ত শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে পৃথিবী ১০নং সেতু দেশের একা অর্থয়নের তৈরী হচ্ছে, আওয়ামীলীগে মানে উন্নয়ন, এই সময় পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন আমরা নদী ভাংঙ্গন রোধ করেছি আর একটুকু মাটি নদী গর্ভের যাবে না, সেই স্থানে জয় বাংলা পর্যাটন নগর হিসাবে রুপান্তর করেছি আগামী জুন মাসে ২৫ তারিখে পদ্মা সেতু চালু হবে, বিএনপি একটি তলা বিহীন ঝুড়ির মতন, বিএনপি বলেছেন পদ্মা সেতুতে দুর্নিতি হয়েছে, তারা জানে শুধু বদনাম করতে তারা জ্বালাও পোড়াও ছাড়া কিছুই বুজে না, আর বিএনপিকে কেহ আগামীতে ভোট দেবে না, কেহ তাদের মিথ্যা বুলি মানুষ শুনতে চায় না, এরা শুধু সাংবিধান মানে আগামী জাতীয় নির্বাচনে আসবে, তা শেখ হাসিনার অধিনেঐ হবে, নড়িয়া কৃর্তিনাসা নদীতে উড়াল সেতু হচ্ছে শরীয়তপুর রেল লাইন চালু চালু হবে আমরা পদ্মা সেতু হতে শরীয়তপুর ফোর লাইন রাস্তার কাজ দুর্রত্ব চলচ্ছে, আমরা উন্নয়ন ছাড়া কিছুই বুজি না, আমরা আগামীতে চাঁদপুর মেগনা নদীর ভিতর শরীয়তপুর সাথে যোগাযোগের জন্য মেঘনা ট্যানেল চালু করে একটি আধুনিক শরীয়তপুর গড়ে তুলব, শরীয়তপুরের সাথে দক্ষিন পশ্চিম জেলার যোগাযোগ সহজ হবে।