প্রেস বিজ্ঞপ্তি
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, দিনের ভোট রাতে চুরি করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলে জনগণের প্রতি তাদের কোন দায়ভার নেই। এজন্য সরকারি ভাবে এমনকি এই আসনের সংসদ সদস্য এখন পর্যন্ত ত্রান সাহায্য নিয়ে আসেননি। তারা এখন লুটপাটে ব্যাস্ত। তারা জনগনের ভাষা বুঝেনা। এই বন্যার সময়েও তারা জনগনের পাশে নেই। ত্রাণ বিতরণের নামে রাজকীয় নৌভ্রমণ আর ফটো সেশনে করেই শেষ। জনগনের ভাষা বুঝতে হলে তাদের পাশে যেতে হবে। সংকটে তাদের পাশে দাঁড়াতে হবে।
মঙ্গলবার গোলাপগঞ্জ উপজেলার বাঘায় স্থানীয় ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত বন্যাদুর্গতের মাঝে ত্রাণ বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এই স্বপ্ল সময়ের বন্যায় মানুষ যে দুর্ভোগে পড়েছে তা ২০০৪ সালের বন্যায়ও হয়নি। সেই ভয়াবহ বন্যায় বিএনপি সরকার সর্বাত্মক ভাবে জনগনের পাশে ছিল। সেই সময়ের আমাদের নেতাকর্মীরা যে ভাবে জনগনের পাশে ছিলেন তা আজো মানুষ স্মরণ করে।
বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিমের সভাপতিত্বে ও বাঘা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আহমদের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা কৃষক দলের আহবায়ক ফারুক আল মাহমুদ, সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য সালেহ আহমদ গেদা, বাঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহাদুর রহমান কামরুল, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল কাদির সেলিম, বাঘা ইউনিয়ন বিএনপির সাবেক ১ ম যুগ্ম সাধারণ সম্পাদক রাহুল হোসেন শাহেল, বাঘা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জামাল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বাছিতুর রহমান বাছিত, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য বদরুল হক, হোসেন আহমদ, জাকির হোসেন, মোর্শেদ আহমদ, সিলেট মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ, সহ বৃত্তি ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার মতিন অভি, সিলেট জেলা ছাত্রদলের সদস্য নায়েফুল ইসলাম রনি, বাঘা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল কাইয়ূম, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান রুমাদ প্রমুখ।