ইসরাইল হুসাইন, স্টাফ রিপোর্টারঃ
আজ ৪ই মে ২০২০ রোজ বুধবার সকাল ১০টায় বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র কর্তৃক এক সমাবেশ আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন দুই শতাধিক প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। তারা আজকের এই আয়োজনের মাধ্যমে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু করেন।
এই সমাবেশে মাধ্যমে সভাপতি হিসেবে মাওলানা আব্দুল মালেক, সহকারী প্রধান শিক্ষক, ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা আব্দুল খালেক, সহকারী শিক্ষক, রাজবাড়ী উচ্চ বিদ্যালয় কে দায়িত্ব দেওয়া হয়।
প্রাণের টানে,বন্ধুত্বের ভালোবাসায় ছোট বেলার মাদ্রাসা আর হোস্টেল জীবনের স্মৃতি বিজড়িত সবুজ শ্যামল ক্যাম্পাসের নানান স্মৃতি শিক্ষার্থীদের নিয়ে যায় সেই মধুময় অতীতে। এই অনুষ্ঠানে স্মৃতি চারণ করতে গিয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং সর্বশেষ মুনাজাতের মাধ্যমে সফলভাবে শেষ হয়।