মোঃরিফাত ইসলাম,জেলা প্রতিনিধি ফরিদপুরঃ
ফরিদপুরে ট্রাকের চাপায় পড়ে লিওন নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সে আব্দুল খালেক ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের এইচএসসি পরীক্ষার্থী ছিল ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আজ সকাল সাড়ে এগারোটায় ফরিদপুর শহর বাইপাস সড়কে মুন্সির বাজার সংলগ্ন (পশোরা সড়কের সম্মুখে) ট্রাকের চাপায় পড়ে আলালপুরের সোরহাবের পুত্র লিয়ন (১৮) মারা যান। তিনি এসময় মোটরসাইকেল যোগে বাসায় ফেরার সময় ট্রাকের চাকার তলায় পড়লে নিহত হন।