সংবাদ বিজ্ঞপ্তি
র্যাব-৯ এর পৃথক দুইটি অভিযানে ১০২ বোতল বিদেশী মদ এবং ১০ কেজি গাঁজা’সহ চারজন মাদক ব্যবসায়ী গ্রেফতার
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে দায়িত্ব পালনের শুরু থেকেই মাদক বিরোধী অভিযানসহ বিভিন্ন ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব- ৯, সুনামগঞ্জ ক্যাম্প এবং শ্রীমঙ্গল ক্যাম্প পৃথক দুইটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০২ বোতল বিদেশী মদ এবং ১০ কেজি গাঁজা’সহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সুনামগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ৩০ মে ২০২২ ইং তারিখ ১৯৩০ ঘটিকায় সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানাধীন বিন্নাকুলি (কলিমপুর) এলাকায় অভিযান পরিচালনা করে ১০২ বোতল বিদেশী মদ’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার বিন্নাকুলি এলাকার বাসিন্দা মোঃ আব্দুল মান্নান এর ছেলে মোঃ কবির আহমেদ (২৯)।
দিনের আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্প, মৌলভীবাজারের একটি আভিযানিক দল ৩০ মে ২০২২ ইং তারিখ ১৯৫০ ঘটিকায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন নূর ফুডস এন্ড রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিরা (ক) মোঃ আব্দুস সামাদ পাবেল (২৫), পিতা- মৃত সিরাজ মিয়া, (খ) স্বপন রবিদাস (২৪), পিতা- মৃত দশরত রবিদাস ও (গ) কাঞ্চন রবিদাস (৩১), পিতা- মৃত সাধু রবিদাস, সর্ব সাং- আরামবাগ, থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।