সঞ্জীব কুমার সাহা, গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা ‘নিরাপদ মাছে ভরব দেশ মুজিববর্ষে বাংলাদেশ’- এ প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় ২০২১-২২ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০জন সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকরণ ২০টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা মৎস্য ভবনের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আশিষ বুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাহিন সুফলভোগী জেলেদের মাঝে বকনা বাছুরগুলো বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজিজুর রহমান বাবলু ভূঁইয়া, প্রচার সম্পাদক কাওসার আহম্মেদ তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. আলমগীর হোসেন, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মো. ধলা মিয়া মাঝি, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহামুদ হোসেন সাবু প্রমুখ।
এছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সুফলভোগী জেলেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সুফলভোগী জেলেদের উদ্দেশে বলেন, প্রধানমন্ত্রী আপনাদের মাঝে বিনা পয়সায় এগুলো বিতরণ করছেন। বিভিন্ন সময় সরকারের নিয়ম অমান্য করার কারণে আপনাদের অনেকের জাল পুড়িয়ে ফেলা হয়েছে। তাই আপনাদেরকে সরকারের পক্ষ থেকে এগুলো দেয়া হয়েছে। মাছ আমাদের দেশের সম্পদ, আপনারা এই সম্পদ নষ্ট করবেন না। সরকারের নিয়ম মেনে নদীতে মাছ ধরবেন। এসময় তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া চান।