প্রেস বিজ্ঞপ্তি
দক্ষিণ সুরমায় ক্যাম্পেইন ফর জুয়েল আহমদ গ্রুপের শুকনো খাবার বিতরণ যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সদস্য জুয়েল আহমদ এর ব্যাবস্থাপনায় ক্যাম্পেইন ফর জুয়েল আহমদ গ্রুপের উদ্যোগে দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোল্লারচক উত্তর পাড়া, জালালপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ করিমপুর ও দাউদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইনাতালিপুর, মির্জানগর এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
গ্রুপের চীফ এডমিন, দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় শ্রমিক লীগের কার্য্যকরী সভাপতি কিবরিয়া আহমদ অপুর সমন্নয়ে গঠিত একটি টিমের সদস্যরা গত ৩ দিন ব্যাপী নৌকাযোগে বন্যা দূর্গত এলাকায় গিয়ে পানিবন্ধী মানুষের ঘরে ঘরে শুকনো খাবার পৌঁছে দেন।
এসময় উপস্থিত ছিলেন সিলাম ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য আহমদ আলী, জালালপুর ইউ/পি সদস্য ফজির আলী, বাবুল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্বাস আলী, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, তথ্য ও গবেষণা সম্পাদক মাতাব উদ্দিন, দপ্তর সম্পাদক আকবর আলী, দাউদপুর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের আহবায়ক জামাল হোসেন, যুগ্ন আহবায়ক জামাল উদ্দিন নিজাম, সিলাম ইউনিয়ন রাজমিস্ত্রী বিল্ডিং নির্মাণ শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি জামাল মিয়া, আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন, মিমা প্রবাসী গ্রুপ বাংলাদেশ কান্ট্রি কমিটির সভাপতি ছমিদ আলী, আওয়ামীলীগ নেতা ছানাওর আলী, শ্রমিক নেতা ইছবর আলী, আব্দুল মুকিত, আবুল মিয়া,নকেনান আলী, যুবলীগ নেতা সাহাবুদ্দিন, মিজানুর রহমান, জুয়েল আহমদ, ছাত্রনেতা প্রিন্স রাহি, মোস্তাফিজুর রহমান আদিল প্রমুখ।