প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৪, ৬:১০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩১, ২০২২, ৩:৫৮ পি.এম
সাপাহারে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন
মাহমুদুল হাসান, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন উপলক্ষ্যে নওগাঁর সাপাহারে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সামনে হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল। অনুষ্ঠানে বক্তারা তামাকমুক্ত বিশ্ব গড়তে তামাক মুক্ত করণ বিষয়সমূহ এবং তামাকের বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরে আলোচনা করেন।
অন্যান্যের মধ্যে কৃষি সম্প্রসারণ অফিসার শামসুন নাহার সুমি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী খাদিজা আক্তারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।