ভোলা প্রতিনিধি॥ ভোলার ইলিশায় ৪ কেজি গাঁজাসহ ইউনুছ (৫৫) নামের এক ব্যক্তি আটক করেছে পুলিশ। সোমবার (৩০ মে) রাত পৌনে ১ টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর ১ নং ওয়ার্ডের ফেরীঘাট এলাকার ব্লকের উপর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ইউনুছ ভোলা সদর থানার ধনিয়া ইউনিয়নের নবীপুর ৯ নং ওয়ার্ডের তোফাজ্জল হোসেন ছেলে। পুলিশ জানিয়েছেন সে একজন মাদক ব্যবসায়ী। ভোলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার রাত পৌনে ১ দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর ১ নং ওয়ার্ডের ফেরীঘাট এলাকা থেকে ইউনুছ নামের এক ব্যক্তিকে ৪ কেজি গাঁজাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রক আইনে মামলা দায়ের করে করা হয়েছে।