সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
আলিফ বিন রেজা
নাটোরের সিংড়ায় জমিজমা নিয়ে দ্বন্দ্বে ৩ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত ২৩ শে মে সিংড়া থানার গেটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ জনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভূক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত দ্বন্দ্বে গত ২২ শে মে বলিয়াবাড়ি চাঁদপুর গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী শিল্পী বেগমকে মারধর করে একই গ্রামের ইদ্রিস আলী ও তাঁর ছেলে ফরহাদ আলী। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ২৩ শে মে দুপুর ১২টার দিকে থানার মোড়ে অভিযোগের বাদী সামিদুল ইসলাম, আহত শিল্পী বেগম ও মিনা বেগমকে পথরোধ করে। পরে থানার দিকে পালানোর চেষ্টা করলে থানার গেটে এলোপাথারি মারধর করে ইদ্রিস আলী ও তার ছেলে ফরহাদ আলী।
অভিযুক্ত ইদ্রিস আলী জানান, আমাকে আগে আঘাত করায় আমিও তাকে আঘাত করেছি।
সিংড়া থানা অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।