শেখ সোহেল, বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বুকে বাঁশ ঢুকে আব্দুর রহিম হাওলাদার (৭০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়।
সোমবার (৩০ মে) দুপুরে উপজেলার মুলঘর এলাকার খুলনা-মাওয়া মহাসড়কে ঘটনাটি ঘটে। নিহত আব্দুর রহিম ফকিরহাট মূলঘর এলাকার কদম আলী হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস,আই মোঃ খায়ের বলেন, দুপুরে ভ্যানচালক রহিম তার ভ্যান নিয়ে ফকিরহাট উপজেলার ফলতিতা বাজারের দিকে যাচ্ছিলেন।
পতিমধ্যে মূলঘর এলাকায় পৌছালে হাইওয়ে রাস্তা থেকে নিচে ঢালু রাস্তায় নামার সময় রাস্তার পাশে অপর একটি ভ্যানে থাকা বাঁশ তার বুকের মধ্যে ঢুকে যায়। এসময় আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিৎকিসারত অবস্থায় তার মৃত্যু ঘটে।